ফেসবুকে আপনার টাইমলাইনে
অন্যের পোস্ট বা ট্যাগ বন্ধ করতে
নিচের নিয়মটা দেখুন-
Setting>Timeline and Tagging>Who
can
post on your timeline-এ গিয়ে
Public এর
পরিবর্তে Only me করে দিন।

এবং Setting>Timeline and
Tagging>Review
posts friend tag you in… অপ্শনটি
Off বাদ
দিয়ে On করে দিন।
আপনাকে কেউ সরাসরি কিছু
ট্যাগ
করতে পারবে না।







লক্ষণ (Symptoms)
পুরুষে গনােরিয়ার লক্ষণ : আক্রান্ত ব্যক্তির সাথে যৌন মিলনের ২-১৩ দিনের মধ্যে লক্ষণ প্রকাশ পায় ।
(i) পেনিসের মাথা প্রথমে লাল হয়ে ওঠে ও চুলকায় । পরবর্তীতে সেখান থেকে পুঁজ নির্গত হয় । (ii) জালাপােড়া হয়,
প্রস্রাবের তীব্রতা, ঘন ঘন প্রস্রাব হয় । (iii) কুচকির লসিকাগ্রন্থি ফুলে যায় ও ব্যথা হয় । (iv) সেমিনাল ভেসিকল আক্রান্ত
হলে রক্তপূর্ণ বীর্যপাত হয় এবং ব্যথা হয় । (v) প্রস্টেট আক্রান্ত হলে পায়ুর সম্মুখে ব্যথা হয় এবং মলত্যাগের সময় ব্যথা
বেড়ে যায় । (vi) সাধারণত জ্বর জ্বর ভাব থাকে। (vii) দীর্ঘদিন সংক্রমণের কারণে অস্থিসন্ধিতে প্রদাহ, ত্বকে ক্ষত,
মস্তিষ্কে প্রদাহ, হৃৎপিণ্ডের ক্ষত হতে পারে ।
নারীতে গনােরিয়ার লক্ষণ : পুরুষের চেয়ে মহিলা এ রােগে কম আক্রান্ত হয় । (i) সংক্রমণের কারণে যােনির ওষ্ঠে
লাল ও দগদগে ঘা হয় । (ii) যােনি পথে অস্বাভাবিক সাদা ও হলুদ বর্ণের স্রাব নিঃসৃত হয় । (i) প্রস্রাবের যন্ত্রণা,
প্রস্রাবের তীব্র আকাক্সক্ষা, ঘন ঘন প্রস্রাব হয় । (iv) ডিম্বনালি আক্রান্ত হলে এটি পুঁজ দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, ফলে সন্তান
ধারণ ক্ষমতা হ্রাস পায় । (v) তলপেটে ব্যথা হয় । (vi) মাসিক অনিয়মিত হয় ও তীব্র ব্যথা হয় । (vi) দীর্ঘদিন
সংক্রমণের কারণে অস্থিসিন্ধতে প্রদাহ, ত্বকে ক্ষত, মস্তিষ্কে প্রদাহ, হৃৎপিণ্ডে ক্ষত হতে পারে । (vi) পায়ুপথে সংক্রমিত
হলে পায়ুপথে তীব্র প্রদাহ ও রক্ত ক্ষরণ হতে পারে । মায়ের এরােগ থাকলে শিশু অপথালমিয়া নিওন্যাটারাম নামক
চোখের প্রদাহ নিয়ে জন্ম নিতে পারে ।
(Remedy)
সামান্য সতর্কতা ও পারিপার্শ্বিক অবস্থা সম্বন্ধে জ্ঞান রাখলে গনােরিয়ার মতাে মারাত্মক যৌনবাহিত রােগ থেকে
নিজেকে ও ভবিষ্যৎ বংশধরকে নিরাপত্তা দেয়া খুব সহজ। এ জন্যে যা করা দরকার তা হচ্ছে : বিশেষজ্ঞ চিকিৎসককে
দিয়ে কম বয়সী ও গর্ভবতী নারীদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করাতে হবে; যৌনসঙ্গী নির্বাচনে অবশ্যই সর্তক ও নিশ্চিত
থাকতে হবে। চিকিৎসকের প্রেসক্রিপসন অনুযায়ী ওষুধ খেতে বা লাগাতে হবে; নিরােগ না হওয়া পর্যন্ত মিলনে প্রবৃত্ত না
হওয়া;  নিরাপদ সম্পর্ক  ইত্যাদি।





তথ্য ও যােগাযােগ ও ৩৭. ম মার্কেটিং: ভােক্তা সম্পর্কে জ্ঞান অর্জন করে এবং তারপর নতুন পণ্যসমূহের নকশা করে। সেলস: প্রাথমিক যােগাযােগ থেকে চূড়ান্ত ক্রয় পর্যন্ত বিক্রয় প্রক্রিয়াকে ট্র্যাক করে । কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট: ভােক্তার সাথে চলমান চিঠিপত্রের আদান-প্রদানগুলােকে ট্র্যাক করে ।। Inventory Management Sales Purchas! Customers DERP Internelos LARWAN # Payroll এন্টারপ্রাইজ রিসাের্স প্ল্যানিং (ইআরপি-ERP) এন্টারপ্রাইজ রিসাের্স প্ল্যানিং কোনাে প্রতিষ্ঠানের সমগ্র বাহ্যিক এবং অভ্যন্তরীণ তথ্য ব্যবস্থাপনাকে সমন্বয় করে এন্টারপ্রাইজ রিসাের্স প্ল্যানিং সফটওয়্যার অফিস বা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকল উপাত্ত কেন্দ্রীয়করণ করে xt ডেটাবেজ তৈরি, কেন্দ্রীয়ভাবে চাহিদামাফিক তথ্য সরবরাহ, V ইন্টিগ্রেটেড সফটওয়্যার ব্যবহার করে অফিস বা প্রতিষ্ঠানের কার্যগুলাে সমন্বয়করণ ও ব্যবস্থাপনা, ম্যানুফ্যাকচারিং এবং ডিস্ট্রিবিউশন, অ্যাকাউন্টিং ও ফিন্যান্স, সেলস ও মার্কেটিং, প্রােডাক্ট প্ল্যানিং এবং মানব সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি কাজগুলাে সমন্বিতভাবে করে থাকে। এর মূল উদ্দেশ্য থাকে Accounting প্রতিষ্ঠানের গণ্ডির মধ্যে সমস্ত বাণিজ্যিক কার্যক্রমের মধ্যে তথ্যের প্রবাহকে অবাধ রাখতে সহায়তা করা এবং বহিরাগত স্টেকহােল্ডারদের সাথে যােগাযােগকে সমন্বয় কত সাধারণত তথ্যের ভাণ্ডার হিসেবে একটি ডেটাবেজকে নিয়ন্ত্রণ করে। এছাড়াও পুরাে প্রক্রিয়াটির সাথে জড়িত ধাপগুলাের মধ্যে রয়েছে- প্ল্যানিং ও লজিস্টিক, পারচেজিং ম্যাটেরিয়াল (এমআরপি), পেমেন্ট, পার্টস ইন ডিস্ট্রিবিউশন, বিলিং ও কালেকশন। ইআরপি সিস্টেমে যে সমস্ত বৈশিষ্ট্য দেখা যায়- এটি একটি সমন্বিত সিস্টেম যা রিয়েল টাইমে পরিচালিত হয়। কোনাে পর্যায়বৃত্ত আপডেটের ওপর নির্ভর করে না, এতে একটি কমন ডেটাবেজ থাকে যা সকল অ্যাপ্লিকেশন করে, এর একটি নিয়মিত ফর্ম থাকে যা এর সকল মডিউলেই বিদ্যমান থাকবে, এ সিস্টেমের ইনস্টলেশন ইন টেকননালজি ডিপার্টমেন্টের অ্যাপ্লিকেশন/ ডেটা ইন্ট্রিগেশনকে বিশদভাবে বিবৃত না করেই সম্পন্ন করা সম্ভব । ডেটা ওয়্যারহাউস (Data warehouse); ডেটা ওয়্যারহাউস হলাে বিশাল আকারের ডেটাবেজ, যেটি ঐতি= বর্তমান লেনদেনগুলাের বিশ্লেষণ করার জন্য প্রয়ােজনীয় ডেটাকে সংরক্ষণ করে। ডেটা ওয়্যারহাউস হলাে। ইনফরমেশনের যৌক্তিক বা লজিক্যাল সংগ্রহ যা বিভিন্ন অপারেশনাল ডেটাবেজ থেকে সংগৃহীত হয়। এদি বিশ্লেষণ, ব্যবসায় বুদ্ধিমত্তা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সমর্থন তৈরিতে ব্যবহৃত হয়। ডেটা মাইনিং (Data Mining): ডেটা মাইনিং ডেটা ওয়্যারহাউসের ডেটা বিশ্লেষণ করে ডেটায় লুকানাে বি প্রকাশ করে। সিদ্ধান্ত গ্রহণে পথ প্রদর্শন এবং ভবিষ্যৎ আচরণ করতে ব্যবহৃত আদর্শ রীতি ও নিয়ম খুঁজে =ে বিশাল পরিমাণ ডেটার বিশ্লেষণই হচ্ছে ডেটা মাইনিং। কাজ: ব্যবসায়িক প্রতিষ্ঠানে CRM ও ERP-এর গুরুত্বের ওপর একটি প্রতিবেদন তৈরি করাে। তথ্য ও যােগাযােগ ও ৩৭. ম মার্কেটিং: ভােক্তা সম্পর্কে জ্ঞান অর্জন করে এবং তারপর নতুন পণ্যসমূহের নকশা করে। সেলস: প্রাথমিক যােগাযােগ থেকে চূড়ান্ত ক্রয় পর্যন্ত বিক্রয় প্রক্রিয়াকে ট্র্যাক করে । কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট: ভােক্তার সাথে চলমান চিঠিপত্রের আদান-প্রদানগুলােকে ট্র্যাক করে ।। Inventory Management Sales Purchas! Customers DERP Internelos LARWAN # Payroll এন্টারপ্রাইজ রিসাের্স প্ল্যানিং (ইআরপি-ERP) এন্টারপ্রাইজ রিসাের্স প্ল্যানিং কোনাে প্রতিষ্ঠানের সমগ্র বাহ্যিক এবং অভ্যন্তরীণ তথ্য ব্যবস্থাপনাকে সমন্বয় করে এন্টারপ্রাইজ রিসাের্স প্ল্যানিং সফটওয়্যার অফিস বা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকল উপাত্ত কেন্দ্রীয়করণ করে xt ডেটাবেজ তৈরি, কেন্দ্রীয়ভাবে চাহিদামাফিক তথ্য সরবরাহ, V ইন্টিগ্রেটেড সফটওয়্যার ব্যবহার করে অফিস বা প্রতিষ্ঠানের কার্যগুলাে সমন্বয়করণ ও ব্যবস্থাপনা, ম্যানুফ্যাকচারিং এবং ডিস্ট্রিবিউশন, অ্যাকাউন্টিং ও ফিন্যান্স, সেলস ও মার্কেটিং, প্রােডাক্ট প্ল্যানিং এবং মানব সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি কাজগুলাে সমন্বিতভাবে করে থাকে। এর মূল উদ্দেশ্য থাকে Accounting প্রতিষ্ঠানের গণ্ডির মধ্যে সমস্ত বাণিজ্যিক কার্যক্রমের মধ্যে তথ্যের প্রবাহকে অবাধ রাখতে সহায়তা করা এবং বহিরাগত স্টেকহােল্ডারদের সাথে যােগাযােগকে সমন্বয় কত সাধারণত তথ্যের ভাণ্ডার হিসেবে একটি ডেটাবেজকে নিয়ন্ত্রণ করে। এছাড়াও পুরাে প্রক্রিয়াটির সাথে জড়িত ধাপগুলাের মধ্যে রয়েছে- প্ল্যানিং ও লজিস্টিক, পারচেজিং ম্যাটেরিয়াল (এমআরপি), পেমেন্ট, পার্টস ইন ডিস্ট্রিবিউশন, বিলিং ও কালেকশন। ইআরপি সিস্টেমে যে সমস্ত বৈশিষ্ট্য দেখা যায়- এটি একটি সমন্বিত সিস্টেম যা রিয়েল টাইমে পরিচালিত হয়। কোনাে পর্যায়বৃত্ত আপডেটের ওপর নির্ভর করে না, এতে একটি কমন ডেটাবেজ থাকে যা সকল অ্যাপ্লিকেশন করে, এর একটি নিয়মিত ফর্ম থাকে যা এর সকল মডিউলেই বিদ্যমান থাকবে, এ সিস্টেমের ইনস্টলেশন ইন টেকননালজি ডিপার্টমেন্টের অ্যাপ্লিকেশন/ ডেটা ইন্ট্রিগেশনকে বিশদভাবে বিবৃত না করেই সম্পন্ন করা সম্ভব । ডেটা ওয়্যারহাউস (Data warehouse); ডেটা ওয়্যারহাউস হলাে বিশাল আকারের ডেটাবেজ, যেটি ঐতি= বর্তমান লেনদেনগুলাের বিশ্লেষণ করার জন্য প্রয়ােজনীয় ডেটাকে সংরক্ষণ করে। ডেটা ওয়্যারহাউস হলাে। ইনফরমেশনের যৌক্তিক বা লজিক্যাল সংগ্রহ যা বিভিন্ন অপারেশনাল ডেটাবেজ থেকে সংগৃহীত হয়। এদি বিশ্লেষণ, ব্যবসায় বুদ্ধিমত্তা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সমর্থন তৈরিতে ব্যবহৃত হয়। ডেটা মাইনিং (Data Mining): ডেটা মাইনিং ডেটা ওয়্যারহাউসের ডেটা বিশ্লেষণ করে ডেটায় লুকানাে বি প্রকাশ করে। সিদ্ধান্ত গ্রহণে পথ প্রদর্শন এবং ভবিষ্যৎ আচরণ করতে ব্যবহৃত আদর্শ রীতি ও নিয়ম খুঁজে =ে বিশাল পরিমাণ ডেটার বিশ্লেষণই হচ্ছে ডেটা মাইনিং। কাজ: ব্যবসায়িক প্রতিষ্ঠানে CRM ও ERP-এর গুরুত্বের ওপর একটি প্রতিবেদন তৈরি করাে।