হাড়ভাঙ্গা

সাধারণত হাড় ভেঙ্গে টুকরো টুকরো হওয়াকে হাড়ভাঙা বলে। হাড়ভাঙা ৩ প্রকারের হয়ে থাকে -
• সরল হাড়ভাঙা : হাড় ভেঙে ২ টুকরো হওয়া। • যৌগিক হাড়ভাঙা : হাড় ভেঙে চামড়ার বাইরে বের হয়ে আসা। •জটিল হাড়ভাঙা : হাড় ভেঙে কয়েক টুকরো হওয়া এবং চামড়ার বাইরে বের হয়ে আসা।


 

হাড়ভাঙার লক্ষন -

১. ভাঙার স্থান সাথে সাথে প্রচুর ফুলে যায়।
২. রক্ত জমাট বেঁধে কালো দাগ পড়ে যায়। 
৩.. ভাঙার স্থানে নড়াচড়া করতে কষ্ট হয়, প্রচুর ব্যাথা হয়।
৪. হাত পা নিস্তেজ হয়ে পড়ে ৫. হাত, পা বা সন্ধির আকার পরিবর্তন হয়।

হাড়ভাঙার প্রাথমিক চিকিৎসা

  • প্রথমেই ভাঙার স্থান চিহ্নিত করতে হবে।
  • আঘাত প্রাপ্ত ব্যাক্তির নড়াচড়া বন্ধ রাখতে হবে।
  • সমস্ত ক্ষত পরিষ্কার করতে হবে।
  • রক্ত চলাচলে বাধা হতে পারে এমন টাইট জামা - কাপড়, গহনা খুলে বা সরিয়ে ফেলতে হবে। কারন রক্ত চলাচল বন্ধ থাকলে ভাঙা হাড়ে রক্ত পৌছাতে পারবে না।
  • আঘাতপ্রাপ্ত স্থানে রক্তপ্রাবাহ, সঞ্চালন বার বার পরিক্ষা করতে হবে।
  • ভাঙা হাড়ের জায়গাটি যেন ফুলে না উঠে সেজন্য আঘাত পাওয়া স্থান ৬-১০ ইঞ্চি উঁচুতে রাখতে হবে।
  • ভাঙা জায়গায় বরফ দেওয়া যেতে পারে।
  • আহত ব্যাক্তিকে যথাসম্ভব সান্ত্বনা দিতে হবে, তাকে চাঙা রাখতে হবে।
  • মাথা, ঘাড় ও অনান্য স্থান সাবধানে নড়াচড়া করতে হবে
  • আহত ব্যাক্তি কাহিল না হলে তাকে ব্যাথানাশক ঔষধ দিতে হবে।
  • যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে।

চিকিৎসা

চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা শেষে প্রয়োজনীয় বান্ডেজ ও ঔষধ দিবেন। এরপর বিশ্রামে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে। এতে দেখা যায় ৮ -১২ সপ্তাহের মধ্যে সাধারণ হাড়ভাঙা সেরে যায়। অনান্য ক্ষেত্রে আরও বেশি সময় লাগতে পারে।



  সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ


Causes of Bone Fractures

Bone fractures can be caused by a variety of factors. Some of the most common causes include:

  1. Trauma: Trauma is the most common cause of bone fractures. It can be caused by falls, car accidents, sports injuries, or any other impact to the body.

  2. Osteoporosis: Osteoporosis is a condition that causes the bones to become weak and brittle. This can make them more prone to fractures, especially in older adults.

  3. Overuse: Overuse injuries are common in athletes and people who engage in repetitive activities, such as running or dancing. These injuries can cause stress fractures, which are small cracks in the bone.

Types of Bone Fractures

There are several different types of bone fractures. Some of the most common types include:

  1. Simple fracture: A simple fracture is a clean break in the bone that does not pierce the skin.

  2. Compound fracture: A compound fracture is a break in the bone that pierces the skin. This type of fracture is more serious because it increases the risk of infection.

  3. Greenstick fracture: A greenstick fracture is a partial break in the bone that does not go all the way through.

  4. Hairline fracture: A hairline fracture is a small crack in the bone that is often difficult to detect.

Symptoms of Bone Fractures

The symptoms of bone fractures can vary depending on the severity of the fracture. Some of the most common symptoms include:

  1. Pain: Pain is the most common symptom of bone fractures. It can be mild or severe, depending on the extent of the injury.

  2. Swelling: Swelling is a common symptom of bone fractures. It occurs as a result of inflammation and can be mild or severe.

  3. Bruising: Bruising is another common symptom of bone fractures. It occurs as a result of bleeding under the skin.

  4. Deformity: In some cases, bone fractures can cause a visible deformity in the affected area.

Treatment of Bone Fractures

The treatment of bone fractures depends on the severity of the injury. In general, treatment may include:

  1. Immobilization: Immobilization involves keeping the affected bone in place to allow it to heal. This may involve the use of a cast or splint.

  2. Pain management: Pain management involves using medication to relieve pain associated with the fracture.

  3. Surgery: In some cases, surgery may be necessary to repair the fracture. This is typically reserved for more severe fractures.

Prevention of Bone Fractures

There are several steps you can take to reduce your risk of bone fractures. These include:

  1. Maintain a healthy diet: Eating a diet rich in calcium and vitamin D can help keep your bones strong and healthy.

  2. Exercise regularly: Regular exercise can help keep your bones strong and reduce your risk of fractures.

  3. Wear protective gear: If you engage in activities that put you at risk for fractures, such as sports, be sure to wear protective gear.

  4. Avoid falls: Taking steps to prevent falls, such as removing tripping hazards from your home and wearing shoes with good traction, can help reduce your risk of fractures.

In conclusion, bone fractures are a common medical condition that can be caused by a variety of factors. If you suspect that you have a bone fracture, it is important to seek medical attention right away to ensure proper diagnosis and treatment. With proper treatment and prevention measures