ডেঙ্গী জ্বর (Dengue Fever)

ডেঙ্গী একটি ভাইরাসঘটিত মারাত্মক জ্বররােগ। বাংলাদেশের গ্রামে-গঞ্জে এ জ্বরকে ডেঙ্গু জ্বর নামে

অভিহিত করা হয়। এ রােগ সৃষ্টিকারী ভাইরাসের নাম ফ্লাভিভাইরাস (flavivirus)। সাধারণভাবে এটি ডেঙ্গী

ভাইরাস নামেও পরিচিত। এ ভাইরাসে নিউক্লিক এসিড হিসেবে RNA থাকে। মানুষ এ ভাইরাসের পােষক

(host), আর বাহক বা ভেক্টর (vector) হচ্ছে Aedes aegypti ও Aedes albopictus নামক মশকী। এ

ভাইরাসের বাহক উষ্ণমন্ডলীয় ও উপ-উষ্ণমন্ডলীয় অঞ্চলে বেশি বিস্তৃত। প্রতি বছর সারা পৃথিবীতে প্রায় ১০

কোটি মানুষ ডেঙ্গী জ্বরে আক্রান্ত হয় ।

রােগের লক্ষণ

সংক্রমণের ৪-৬ দিনের মধ্যে এ রােগের লক্ষণ দেখা দেয় এবং ১০ দিন পর্যন্ত থাকে। এ রােগের লক্ষণ 

হচ্ছে- - - 

হঠাৎ প্রচন্ড জ্বর; 

তীব্র মাথাব্যথা; 

চোখের পেছনে ব্যথা; 

কোমর, মাংশপেশি ও 

জয়েন্টে তীব্র ব্যথা;

কখনও ব্যথা এত তীব্র হয় যে, রােগী ব্যথায় কেঁদে ফেলে । এজন্য একে হাড় ভাঙ্গা জ্বর (bone breaking

disease) বলে।

 বমি হওয়া বা বমি বমিভাব; 

চামড়ায় ছােট ছােট লাল ফুসকুড়ি (rash); 

মারাত্মক পর্যায়ে পৌঁছালে রক্তক্ষরণ (bleeding) হয় ।

মাঝে মাঝে রােগের উপসর্গ মৃদুভাবে প্রকাশ পায় এবং ফ্লু বা অন্য ভাইরাস জ্বর হিসেবে ভুল করা হয় ।

যে সমস্ত শিশু বা পূর্ণ বয়স্ক ব্যক্তি আগে ডেঙ্গী রােগে আক্রান্ত হয় নাই তাদের ক্ষেত্রে আগে আক্রান্ত রােগীর

চেয়ে রােগের উপসর্গ হালকাভাবে প্রকাশ পায়। অনেক সময় সমস্যা ভয়ানক আকার ধারণ করে এবং রােগির

রক্তক্ষরণ, লসিকানালি ও রক্তনালি ক্ষতিগ্রস্ত হয়, দাঁতের মাড়ি, মুখগহ্বরের প্রাচীর ও নাক দিয়ে রক্তক্ষরণ,

লিভার বড় হয়ে যাওয়া, সংবহনতন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়াসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। পরবর্তীতে রক্তক্ষরণ বেড়ে

গেলে রােগী শকে চলে যায় এবং মৃত্যু ঘটে। একে বলে ডেঙ্গী শক সিনড্রম (Dengue Shock

Syndrome)।

রােগের সঞ্চারণ

স্ত্রী এডিস মশা (Aedes aegypti, A. albopictus) এ ভাইরাসের প্রাথমিক বাহক। এই মশার ডিম

উৎপাদনের জন্য মানুষের রক্তের প্রােটিন প্রয়ােজন, তাই এরা মানুষকে কামড়ায়। তাই এ মশার কামড়ে

ভাইরাস মানবদেহে সঞ্চারিত হয়। ভাইরাস প্রবেশের ৪-১০ দিন পর আক্রান্ত মশা তার বাকী জীবনে এ

ভাইরাসের সঞ্চারণ ঘটাতে পারে। সংক্রমিত মানুষ এ ভাইরাসের প্রধান বাহক এবং মানুষের মধ্যেই এদের

বৃদ্ধি ঘটে থাকে এবং অসংক্রমিত মশার জন্য ভাইরাসের উৎস বা ভান্ডার হিসেবে কাজ করে।

প্রতিকারের উপায়

ডেঙ্গী জ্বরের রােগীতে রক্ত ক্ষরণের সম্ভাবনা থাকায় অ্যাসপিরিন জাতীয় ওষুধ মারাত্মক পরিণতি দেখা

দিতে পারে। তাই ব্যাথা ও জ্বর কমানাের জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ দিতে হবে। রক্তের সাম্যতা রক্ষার

জন্য প্রাটিলেট ট্রান্সফিউশন-এর প্রয়ােজন পড়ে। রােগীকে প্রচুর পানি, তরল খাবার ও ফলের রস খাওয়াতে

হবে। মাথায় পানি দেয়া জরুরি। তাছাড়া ভেজা কাপড় দিয়ে শরীর স্পঞ্জ করে দিতে হবে। রােগীর দেহে

লক্ষণগুলাে প্রকাশের সাথে সাথে ডাক্তারের পরামর্শ অনুসারে চিকিৎসা গ্রহণ করতে হবে ।

প্রতিরােধের উপায়

যেহেতু এডিস মশার মাধ্যমে রােগটি বাহিত হয় তাই মশার আবাসস্থল ধ্বংস করা এরােগ প্রতিরােধের

প্রধান পদক্ষেপ। পানি জমে এমন ভাঙ্গা পাত্র, টায়ার, ফুলের টব প্রভৃতি পরিষ্কার করা প্রয়ােজন যেন পানি

জমে না থাকে। 






 



Dengue fever is a viral disease that is transmitted through the bite of an infected Aedes mosquito. It is a major public health problem in many tropical and subtropical countries, including Bangladesh. Dengue fever can be a life-threatening illness, and it is important to understand the symptoms, prevention, and treatment of this disease.

Symptoms of Dengue Fever:

The symptoms of dengue fever can range from mild to severe. They usually appear 3-7 days after a person has been bitten by an infected mosquito. The common symptoms of dengue fever include:

  • High fever
  • Severe headache
  • Pain behind the eyes
  • Joint and muscle pain
  • Nausea and vomiting
  • Skin rash

In severe cases, dengue fever can lead to dengue hemorrhagic fever (DHF) or dengue shock syndrome (DSS), which can be life-threatening. Symptoms of DHF include severe abdominal pain, persistent vomiting, bleeding from the nose or gums, and difficulty breathing. DSS is a rare but severe form of dengue fever that can cause shock, low blood pressure, and organ failure.

Prevention of Dengue Fever:

Prevention is the key to avoiding dengue fever. Here are some ways to prevent the spread of dengue fever:

  • Eliminate standing water: Mosquitoes breed in stagnant water, so it is important to eliminate any standing water around your home or workplace. This includes flowerpots, buckets, and other containers that may collect rainwater.
  • Wear protective clothing: Wear long sleeves, pants, and socks to protect yourself from mosquito bites.
  • Use mosquito repellent: Use mosquito repellent on your skin and clothing. Choose a repellent that contains DEET, picaridin, or oil of lemon eucalyptus.
  • Use mosquito nets: Use mosquito nets to protect yourself while sleeping, especially if you live in an area with a high incidence of dengue fever.
  • Keep doors and windows closed: Keep doors and windows closed, or use screens to prevent mosquitoes from entering your home or workplace.

Treatment of Dengue Fever:

There is no specific treatment for dengue fever. The treatment is focused on relieving the symptoms and preventing complications. Here are some ways to treat dengue fever:

  • Drink plenty of fluids: Drink plenty of fluids, such as water, to prevent dehydration.
  • Get plenty of rest: Get plenty of rest to help your body recover from the illness.
  • Take medication: Take acetaminophen to relieve fever and pain. Do not take aspirin or ibuprofen, as they can increase the risk of bleeding.
  • Seek medical attention: If you develop symptoms of dengue fever, seek medical attention immediately. Early diagnosis and treatment can help prevent complications.

In conclusion, dengue fever is a serious illness that can be life-threatening. Prevention is the key to avoiding dengue fever, and it is important to eliminate standing water, wear protective clothing, use mosquito repellent, and seek medical attention if you develop symptoms. By taking these precautions, you can protect yourself and your family from this dangerous disease.