অন্যের পোস্ট বা ট্যাগ বন্ধ করতে
নিচের নিয়মটা দেখুন-
Setting>Timeline and Tagging>Who
can
post on your timeline-এ গিয়ে
Public এর
পরিবর্তে Only me করে দিন।
এবং Setting>Timeline and
Tagging>Review
posts friend tag you in… অপ্শনটি
Off বাদ
দিয়ে On করে দিন।
আপনাকে কেউ সরাসরি কিছু
ট্যাগ
করতে পারবে না।
লক্ষণ (Symptoms)
পুরুষে গনােরিয়ার লক্ষণ : আক্রান্ত ব্যক্তির সাথে যৌন মিলনের ২-১৩ দিনের মধ্যে লক্ষণ প্রকাশ পায় ।
(i) পেনিসের মাথা প্রথমে লাল হয়ে ওঠে ও চুলকায় । পরবর্তীতে সেখান থেকে পুঁজ নির্গত হয় । (ii) জালাপােড়া হয়,
প্রস্রাবের তীব্রতা, ঘন ঘন প্রস্রাব হয় । (iii) কুচকির লসিকাগ্রন্থি ফুলে যায় ও ব্যথা হয় । (iv) সেমিনাল ভেসিকল আক্রান্ত
হলে রক্তপূর্ণ বীর্যপাত হয় এবং ব্যথা হয় । (v) প্রস্টেট আক্রান্ত হলে পায়ুর সম্মুখে ব্যথা হয় এবং মলত্যাগের সময় ব্যথা
বেড়ে যায় । (vi) সাধারণত জ্বর জ্বর ভাব থাকে। (vii) দীর্ঘদিন সংক্রমণের কারণে অস্থিসন্ধিতে প্রদাহ, ত্বকে ক্ষত,
মস্তিষ্কে প্রদাহ, হৃৎপিণ্ডের ক্ষত হতে পারে ।
নারীতে গনােরিয়ার লক্ষণ : পুরুষের চেয়ে মহিলা এ রােগে কম আক্রান্ত হয় । (i) সংক্রমণের কারণে যােনির ওষ্ঠে
লাল ও দগদগে ঘা হয় । (ii) যােনি পথে অস্বাভাবিক সাদা ও হলুদ বর্ণের স্রাব নিঃসৃত হয় । (i) প্রস্রাবের যন্ত্রণা,
প্রস্রাবের তীব্র আকাক্সক্ষা, ঘন ঘন প্রস্রাব হয় । (iv) ডিম্বনালি আক্রান্ত হলে এটি পুঁজ দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, ফলে সন্তান
ধারণ ক্ষমতা হ্রাস পায় । (v) তলপেটে ব্যথা হয় । (vi) মাসিক অনিয়মিত হয় ও তীব্র ব্যথা হয় । (vi) দীর্ঘদিন
সংক্রমণের কারণে অস্থিসিন্ধতে প্রদাহ, ত্বকে ক্ষত, মস্তিষ্কে প্রদাহ, হৃৎপিণ্ডে ক্ষত হতে পারে । (vi) পায়ুপথে সংক্রমিত
হলে পায়ুপথে তীব্র প্রদাহ ও রক্ত ক্ষরণ হতে পারে । মায়ের এরােগ থাকলে শিশু অপথালমিয়া নিওন্যাটারাম নামক
চোখের প্রদাহ নিয়ে জন্ম নিতে পারে ।
(Remedy)
সামান্য সতর্কতা ও পারিপার্শ্বিক অবস্থা সম্বন্ধে জ্ঞান রাখলে গনােরিয়ার মতাে মারাত্মক যৌনবাহিত রােগ থেকে
নিজেকে ও ভবিষ্যৎ বংশধরকে নিরাপত্তা দেয়া খুব সহজ। এ জন্যে যা করা দরকার তা হচ্ছে : বিশেষজ্ঞ চিকিৎসককে
দিয়ে কম বয়সী ও গর্ভবতী নারীদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করাতে হবে; যৌনসঙ্গী নির্বাচনে অবশ্যই সর্তক ও নিশ্চিত
থাকতে হবে। চিকিৎসকের প্রেসক্রিপসন অনুযায়ী ওষুধ খেতে বা লাগাতে হবে; নিরােগ না হওয়া পর্যন্ত মিলনে প্রবৃত্ত না
হওয়া; নিরাপদ সম্পর্ক ইত্যাদি।
0 Comments
Post a Comment